ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

কানাডায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, সেপ্টেম্বর ১৬, ২০১৫
কানাডায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দল কানাডা শাখার উদ্যোগে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত ড্যানফোর্থ অ্যাভিনিউয়ে সিজলিং তন্দুরির পার্টিরুমে এ সভা অনুষ্ঠিত হয়।



এতে কানাডা মহিলাদলের সভাপতি নাজমা হক বক্তব্য রাখেন। তিনি বর্তমান সরকারের হাত থেকে দেশ রক্ষার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জাসাসের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রেজাউল করিম তালুকদার। তিনি আহ্বান জানান, খালেদা জিয়ার নেতৃত্বে দেশ ও মানুষ বাঁচানোর সংগ্রামে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ফোরাম অব কানাডার উপদেষ্টা নূরুল ইসলাম এবং কানাডা বিএনপির সভাপতি এজাজ আহমেদ খান।

কানাডা মহিলাদলের সাধারণ সম্পাদক রেহেনা আখতারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কানাডা বিএনপির সহ-সভাপতি ডা. সিরাজুল হক চৌধুরী, অন্টারিও বিএনপির সভাপতি শামসুল মুকতাদিও, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদিও, মহিলাদলের সাংগঠনিক সম্পাদক জাকিয়া আলম, রাজিয়া চৌধুরী, লাভলী রহমান, মিজানুর রহমান চৌধুরী, মুস্তারী আশরাফ, সৈয়দা সানজিদা শান্তা, জান্নাত ফাতেমা, হাওয়া আকতার, ফারজানা হোসেন, কানাডা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান, আলহাজ মাশরুল হোসেন রিপন, মাহবুবুল ইসলাম, সামিউল আলম, জাহিদুল ইসলাম, মো. হাফিজ উদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ রফিকুল হক, মো. শাহজাহান, এবি সজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।