ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

বেনাপোলে তরুণীসহ ছাত্রলীগ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বেনাপোলে তরুণীসহ ছাত্রলীগ নেতা আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলের একটি বাড়ি থেকে তরুণীসহ আতিকুর রহমান রনি (২৫) নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে।

এ সময় ওই তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে রনিকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় গ্রামবাসী।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় বেনাপোল পৌরসভার পাঠবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে নিয়ে আসে পুলিশ।

আটক রনি শার্শা উপজেলার যাপদপুর গ্রামের রমজান আলীর ছেলে ও নাভরণ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

স্থানীয়রা জানান, রনি ওই তরুণীকে বেড়ানোর কথা বলে সোমবার রাতে বেনাপোলের পাঠবাড়ি গ্রামে তার এক আত্মীয়ের বাসায় নিয়ে আসেন।

এলাকাবাসীর সন্দেহ হলে গভীর রাতে রনিকে  গণপিটুনি দেয় তারা। পরে ভোরে পুলিশ এসে ওই তরুণীসহ রনিকে আটক করে থানায় নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) রহিম বাংলানিউজকে ঘটনাটি নিশ্চিত করে জানান, রনির বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে দুইজনকেই যশোর আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।