ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

গফরগাঁওয়ে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৭, সেপ্টেম্বর ১৫, ২০১৫
গফরগাঁওয়ে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে মহর উদ্দিন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডুবাইল নামাপাড়া স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মহর উদ্দিন উপজেলার নিগুয়ারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতে ডুবাইল নামাপাড়া স্থানে হামলা চালিয়ে মহর উদ্দিনের মাথায় ও পায়ে গুলি করে। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মহর উদ্দিনের।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া এ হত্যাকাণ্ডের সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।