ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, সেপ্টেম্বর ১৪, ২০১৫
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ফিল্ড সাপোর্ট বিভাগের প্রধান (আন্ডার সেক্রেটারি) অতুল খার’র সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় অতুল খার বাংলাদেশিদের শান্তিরক্ষা কার্যক্রমে সফলতার কথা তলে ধরে, এর ব্যাপক প্রশংসা করেন। বলেন, বাংলাদেশ এখন শান্তিরক্ষা মিশনে একটি ‘ব্র্যান্ড’।

তিনি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বেরও প্রশংসা করেন। এছাড়া মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বর্তমান সরকারের অগ্রগামী ভূমিকার কথা স্মরণ করেন। অতুল বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সরকারের বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) তিনদিনের সফরে ঢাকায় আসেন অতুল। ঢাকায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত রয়েছেন তিনি। চলতি বছরের মার্চে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর। এই পদে অতুলের পূর্বে ছিলেন বাংলাদেশি আমিরা হক।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।