ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

আরও ১৪ মামলায় জামিন পেলেন আমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরও ১৪ মামলায় জামিন পেলেন আমান

ঢাকা: শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে আরও ১৪ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকোর্টের দু’টি পৃথক বেঞ্চ ওই ১৪ মামলায় আমানের জামিনের আবেদন মঞ্জুর করেন।



এর মধ্যে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে সাত মামলায় এবং বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাশের বেঞ্চে সাত মামলায় জামিন পান আমান। ‍

আমানের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন বাংলানিউজকে জানান, বিএনপির এই নেতার বিরুদ্ধে মোট ৬৯ মামলা রয়েছে। এর মধ্যে সোমবারের ১৪টিসহ মোট ৪০ মামলায় জামিন পেলেন তিনি।

গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর, পল্টন ও মতিঝিল থানায় ওই ১৪টি মামলা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।