ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

মেহেরপুরে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, সেপ্টেম্বর ১৪, ২০১৫
মেহেরপুরে জামায়াত নেতা গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুর শহরের কাসারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এনামুল হক (৫০) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।



এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত নেতা এনামুল হকের বাড়িতে নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামায়াতের ১২ নারী সদস্যকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পরে এনামুল হক পালিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, জামায়াতের ১২ নারী সদস্যের নামে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ধারায় মামলা করেছে। এনামুল হককেও এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।