ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

সাংগঠনিক অগ্রগতি নিয়ে রাজশাহী আ’লীগের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, সেপ্টেম্বর ৪, ২০১৫
সাংগঠনিক অগ্রগতি নিয়ে রাজশাহী আ’লীগের সংবাদ সম্মেলন

রাজশাহী: ‘গণতান্ত্রিক অংশগ্রহণ ও সাংগঠনিক অগ্রগতি’ বিষয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর মিয়াপাড়ায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


 
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য জিনাতুন্নেসা তালুকদার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মকবুল হাসান খান, অনিল কুমার সরকার প্রমুখ।

পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অগ্রগতির ক্ষেত্রে গৃহীত কর্মসূচির লিখিত প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
 
এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা পদ্ধতি ও তাদের সাংগঠনিক কার্যপরিচালনার বিভিন্ন পদক্ষেপসমূহ এবং অগ্রগতির বিবরণ তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।