ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় গণতান্ত্রিক বাম মোর্চার মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, সেপ্টেম্বর ১, ২০১৫
বগুড়ায় গণতান্ত্রিক বাম মোর্চার মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

বগুড়া: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বগুড়ায় গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের সাতমাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
পরে বাসদ’র (মার্কসবাদী) জেলার সমন্বয়ক কমরেড সামসুল আলম দুলুর সভাপতিত্বে সাতমাথা এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে গণসংহতি আন্দোলন’র জেলা সমন্বয়ক কমরেড আব্দুর রশীদ, বাসদ নেতা আমিনুল ইসলাম, শীতল সাহা, শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতা আব্দুল হাই, ফরহাদ খাঁ, কৃষক ফ্রন্টের নেতা আব্দুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
সমাবেশে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে যাবে। ফলে জনদুর্ভোগের মাত্রা আরও বাড়বে।

তাই বক্তারা সরকারকে দুর্নীতি ও লুটপাট বন্ধ করে আত্মঘাতী এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।   
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।