ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, সেপ্টেম্বর ১, ২০১৫
বগুড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
 
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।


 
এরপর জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় জেলা বিএনপি’র উপদেষ্টা মোহাম্মাদ শোকরানা, সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল ও অ্যাডভোকেট রাফি পান্না, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন, জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।