ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

আরও দু্ই মামলায় হাইকোর্টে রিজভীর জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, আগস্ট ২৩, ২০১৫
আরও দু্ই মামলায় হাইকোর্টে রিজভীর জামিন রুহুল কবির রিজভী আহমেদ

ঢাকা: নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে ছয়মাসের জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রোববার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।

রোববারের দুটিসহ নাশতকতার মোট ১৯ মামলার সবকটিতে এবার জামিন পেলেন রিজভী। কিন্তু এর মধ্যে ২টি মামলায় আপিল বিভাগে হাইকোর্টের জামিনাদেশ স্থগিত থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না রিজভী।

এর আগে ১৯ আগস্ট চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। রিজভী আহমেদ বর্তমানে কাশিমপুর কারাগার পার্ট-২ এ বন্দি রয়েছেন।
 
নাশকতার মামলায় গত ৩০ জানুয়ারি রাজধানীর বারিধারার একটি বাসা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ২৩,২০১৫
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।