ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

রাজনীতি

হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীকে নিন্দাপত্র পাঠাবে জাগপা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, আগস্ট ১২, ২০২৫
হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদীকে নিন্দাপত্র পাঠাবে জাগপা জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা

ঢাকা: জুলাই গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিন্দা ও প্রতিবাদপত্র পাঠাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা।  

আগামীকাল বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকায় ভারতীয় দূতাবাসে এ নিন্দা ও প্রতিবাদপত্র দেবেন দলটির নেতারা।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, খুনি হাসিনাকে ফেরতের দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আমরা গত ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলাম। গুলশান বাড্ডা লিংক রোডের সামনে পুলিশের বাধার মুখে তাৎক্ষণিক পথসভার মাধ্যমে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে সম্মান জানিয়ে আমরা সেদিন ভারতীয় দূতাবাস পর্যন্ত যাইনি।  

রাশেদ প্রধান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জানা থাকা প্রয়োজন, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনকে অন্তর থেকে ঘৃণা করে। খুনি হাসিনা এবং তার দোসরদের আশ্রয় প্রদান করার অধিকার ভারতের নেই। নরেন্দ্র মোদীকে মনে রাখতে হবে, ভারত আমাদের প্রতিবেশী, প্রভু নয়। আমরা আওয়ামী ষড়যন্ত্রকারী এবং গণহত্যাকারীদের সঙ্গে একসাথে কাজ করার ভারতীয় সিদ্ধান্তর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। আর তাই জাগপা প্রতিনিধি দল আগামীকাল ভারতীর দূতাবাসের মাধ্যমে নরেন্দ্র মোদীর প্রতি নিন্দা ও প্রতিবাদপত্র পাঠাবে ইনশাআল্লাহ।  

জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের ভারতীয় দূতাবাসে যাওয়ার কথা রয়েছে। দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।