ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, আগস্ট ১২, ২০২৫
গাজীপুরে সারজিস আলমের বিরুদ্ধে মামলা সারজিস

গাজীপুর: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি গ্রহণ করেন এবং এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনা নিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ান। এতে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।

এ ঘটনায় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ আদালতে মানহানির অভিযোগে মামলার আবেদন করলে আদালত তা আমলে নিয়ে গাজীপুরের সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। মামলায় ক্ষতিপূরণ হিসেবে কোনো নির্দিষ্ট অঙ্কের অর্থ দাবি করা হয়নি।

মামলার বাদী তানভীর সিরাজ বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর সারজিস আলম তার ফেসবুকে লেখেন যে বিএনপি নেতার চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। অথচ সত্য ঘটনা হলো-ভিডিও ধারণ করার কারণেই খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। কিন্তু সারজিস আলম ফেসবুকে বিএনপিকে জড়িয়ে নানা অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা দলের ভাবমূর্তির জন্য অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে। এ কারণেই মামলাটি দায়ের করা হয়েছে।  

আরএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।