ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

জিয়া ১৫ আগস্ট হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৯, আগস্ট ২৩, ২০১৫
জিয়া ১৫ আগস্ট হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঝালকাঠি: জিয়াউর রহমান ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। তাই তার মতো একজন মেজর রাষ্ট্রের ক্ষমতা দখল করতে পেরেছিলেন।

এখন ঠিক তেমনি খালেদা জিয়াও মানুষ হত্যা করে ক্ষমতা দখল করতে চান।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ঝালকাঠি শহরের সাধনার মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

জেলা আওয়ামী লীগ সভপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যগ্ম-সম্পাদক মোবারক হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক, পৌর মেয়র আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমী কেকা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, কৃষক লীগের জেলা সম্পাদক নুরুল আমিন খান, জেলা যুবলীগ আহবায়ক লিয়াকত আলী খান, জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।         

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।