ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৫, আগস্ট ২৩, ২০১৫
কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

কুষ্টিয়া: জেলার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ভেড়ামারা ঈদগাহপাড়া গ্রামে এ সংঘর্ষ  হয়।



আহতরা হলেন, ইন্তাজ কাজী (৪০), আকুব্বর (৪৫), সুমন (৩০), আফাজ (৩৭), রাসেল (১৬), রয়েল (১৮), আমির (৫০), দশারত (৪৭) ও রুবেল (৩০)। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মামলা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ভেড়ামারা ঈদগাহপাড়া গ্রামের থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পদক সুমনের কর্মী ছাদিয়ার রহমান ও স্বতন্ত্র সংসদ সদস্য (সাবেক আওয়ীমী লীগ নেতা) রেজাউল চৌধুরীর সর্মথক বিদ্যুৎ হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ ও পর পর দশ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশ বাদী হয়ে দুই পক্ষকে আসামি করে মামলা দায়ের করছে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।