ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

রাজনীতি

কুষ্টিয়ায় যুবলীগ নেতা সম্রাট বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৩, আগস্ট ২২, ২০১৫
কুষ্টিয়ায় যুবলীগ নেতা সম্রাট বহিষ্কার জেড এম সম্রাট

কুষ্টিয়া: কুষ্টিয়ায় যুবলীগ নেতা সম্রাটকে বহিষ্কার করা হয়েছে।

কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আব্দুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।


 
শুক্রবার (২১ আগস্ট) রাতে শহর যুবলীগের আহ্বায়ক আব্দুল আলিম জানান, যুবলীগের শহর যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাট বিভিন্ন কার্যকলাপ, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি নষ্টের সঙ্গে জড়িত থাকায় দলের অন্যান্য নেতা-কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

তিনি আরো জানান, তার এসব কর্মকাণ্ডের ফলে শহর যুবলীগের অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই দলীয় ভাবমূর্তি রক্ষার্থে তাকে বহিষ্কার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, জেড এম সম্রাট যুবলীগে অনুপ্রবেশকারী। সে এখন পর্যন্ত কমলাপুর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির পদে আসীন রয়েছেন। একই সঙ্গে দুই রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালনে অবাক করেছে শহরবাসীকে।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।