ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি পাপন, সম্পাদক রিয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, মে ৯, ২০১৫
ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি পাপন, সম্পাদক রিয়াজ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ইব্রাহিম চৌধুরী পাপনকে সভাপতি ও রিয়াজ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ভোলা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (০৯ মে) রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।



কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি ওমর ফারুক, তৌয়বুর রহমান, ইউনুস হোসেন ইমন ও আবুল হোসেন রনি, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, এ টি এম মুরতুজা এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রনি ও রেজাউল করিম রেজা।

এর আগে, সকালে জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। রাতে সম্মেলনের ২য় অধিবেশনে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

১০১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যকবসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মে ০৯, ২০১৫        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।