রাজশাহী: বর্তমান সরকার গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শুক্রবার (০৮ মে) রাজশাহীর চারঘাট উপজেলার পলাশবাড়ী মোড়ে স্থানীয় গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে উন্নয়নের ধারায় বাংলাদেশের যে উন্নয়ন সাধিত হয়েছে স্বাধীনতার পর তা হয়নি। এ কর্মসূচির আওতায় উপজেলার পলাশবাড়ী, বিজইরমোড়, মেরামতপুর, গোপালপুর, সিপাহীপাড়া ও চামটা গ্রামে নতুন সংযোগ দেওয়া হয়েছে।
‘সরকার গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। সরকার সব প্রতিবন্ধকতা রোধ করে উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ,’ যোগ করেন তিনি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম গোলাম ইখতিয়ার, খোরশেদ আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসএস/এমএ