ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

আ’লীগ মানেই উন্নয়ন, বিএনপি মানে লুটপাট: তোফায়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, মে ৮, ২০১৫
আ’লীগ মানেই উন্নয়ন, বিএনপি মানে লুটপাট: তোফায়েল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চরফ্যাশন থেকে: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি মানেই উন্নয়নের নামে লুটপাট আর জনগণের সঙ্গে প্রতারণা, ওয়ামী লীগ মানেই উন্নয়ন। বর্তমান সরকারের আমলে দেশ উন্নয়নের পথেই এগিয়ে যাচ্ছে।

২০২১ সালে মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিত হবে।


শুক্রবার (০৮ মে) দুপুরে ভোলার চরফ্যাশনে ৩৩ কোটি টাকা ব্যয়ে মায়া  ব্রিজ ও শশীভূষন থানা ভবন উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,
দেশে এখন আর খাদ্যের অভাব নেই, বরং দেশের চাহিদা মিটিয়ে রফতানি হয় বিগত সময়ে যেখানে উৎপাদন ছিলো ৩০০ মিলিয়ন সেখানে তা বেড়ে ৩৩ বিলিয়নে দা ড়িয়েছে। দেশ এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দিকে এগিয়ে যাচ্ছে।

তোফায়েল আরো বলেন, বাংলাদেশ এখন আর প্রকৃতিক দুর্যোগ, ঝড়-জলোচ্ছাসের দেশ নয়, উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক মানের মর্যাদাশীল দেশে রুপান্তিত হবে।

তোফায়েল আহমেদ বিএনপি নেতা খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, তিনি গুলশান কার্যালয়ে বসে ৯২ দিন হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা করেছে, পুড়িয়ে মেরেছেন। আত্মসমর্পন করে তিনি সিটি করপোরেশন নির্বাচনে মাঠে নেমেছেন অথচ তিনি বার্ন ইউনিট  অগ্নিদগ্ধদের দেখতে যাননি। নিহতদের পরিবারের খবর নেননি। তাই জনগ হত্যা-খুনের প্রতিশোধ নিয়েছেন সিটি নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চরফ্যাশনের বিভিন্ন উন্নয়নের প্রশংসা করে বলেন, জ্যাকব যে উন্নয়ন করেছেন বিগত ৪৫ বছরে হয়নি। কুকরি-মুকরিও হবে দেশের মধ্যে অন্যতম পর্যটনের আকর্ষণীয় কেন্দ্র। ভবিষ্যতে ভোলা হবে শ্রেষ্ঠ জেলা আর চরফ্যাশনও হবে শ্রেষ্ঠ উপজেলা।

বিশেষ অতিথির বক্তব্যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, মায়া ব্রিজটি ভোলার জেলার সর্ববৃহৎ ব্রি টির উদ্বোধনের মধ্যদিয়ে ২ লাখ মানুষের মধ্যে সেতুবন্ধন হয়েছে।

চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুলল ইসলাম, এলজিডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, বরিশাল রেঞ্জের ডিআইজ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ সাধার সম্পাদক নুরুল ইসলাম

আরো
উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন, সহকারী পুলিশ সুপার মাহাফুজুর রহমান।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন, চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সম্পাদক মনির আহমেদ শুভ্র। সমাবেশে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে ৩৩ কোটি টাকা ব্যয়ে ভোলার সর্ববৃহৎ মায়া ব্রিজ উদ্বোধন করেন তোফায়েল আহমেদ। পরে তিনি শশীভূষ থানা ভবনের উদ্বোধন করেন। এছাড়াও তিনি বেগম রহিমা ইসলাম কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠান পরিদর্শন ও উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।