ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ধর্মান্ধদের বিরুদ্ধে আলেম ওলামাদের ভূমিকা রাখতে হবে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, মে ৮, ২০১৫
ধর্মান্ধদের বিরুদ্ধে আলেম ওলামাদের ভূমিকা রাখতে হবে ছবি : শাকিল/বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে রাজনীতি করছে। এরা মুখে নারী নেতৃত্ব মানেন না কিন্তু নারীদের পাশে নিয়ে থাকেন।

এসব ধর্মান্ধদের বিরুদ্ধে আলেম ওলামাদের যথার্থ ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (০৮ মে) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘গণতন্ত ও দেশের স্থিতিশীলতা রক্ষার্থে আলেম ওলামাদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদ, সন্ত্রাস, পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারার কোনো স্থান নেই। এ ব্যাপারে আলেম ওলামাদের আরো সচেতন হতে হবে।

তিনি বলেন, ইসলাম ধর্মে বাড়াবাড়ির কোনো স্থান নেই। কিন্তু ধর্মান্ধরা ধর্মের নামে অপকর্ম করছে।

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মো: ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ,  আ’লীগ নেতা এম এ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০৯, ২০১৫
এমএম/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।