ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচন বর্জন ছিল বিএনপির পূর্ব পরিকল্পিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, মে ৭, ২০১৫
নির্বাচন বর্জন ছিল বিএনপির পূর্ব পরিকল্পিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামার: নির্বাচন বর্জন ছিল বিএনপির পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জন করেও তারা যে পরিমাণ ভোট পেয়েছে সারাদিন থাকলে অন্তত একটিতে জিততে পারতো।
 
বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আগে থেকে নির্বাচন বর্জনের প্রস্তুতি নিয়ে রেখেছিল যার প্রমাণ ইতোমধ্যে দেশবাসী জানতে পেরেছে।



বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর-রংপুর সড়কের শুটকি মোড় সংলগ্ন এলাকায় ব্লাকস্পট উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব মন্তব্য করেন।
 
তিনি বলেন, আগে সাতটি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছিল তখন তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি এখন আওয়ামী লীগ জিতেছে বলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এটা সঠিক নয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকী উপস্থিত ছিলেন।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকী বলেন, সারাদেশে জাতীয় মহাসড়কে ১৪৪টি ব্লাকস্পট রয়েছে যার মধ্যে নীলফামারীর সৈয়দপুরেই দু’টি। দুর্ঘটনা প্রবন এলাকা হওয়ায় ব্লাকস্পট এলাকাগুলোতে রোড ডিভাইডার, গোলচত্বরসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। যাতে সড়ক দুর্ঘটনা হ্রাস পায়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ০৭, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।