বগুড়া: দীর্ঘ প্রায় চার বছর পর বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া জেলা ছাত্রলীগের সম্মেলন। সম্মেলন ঘিরে শহর জুড়ে ব্যানার ফেস্টুনে পরিপূর্ণ।
সম্মেলন ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা রকম প্রস্তুতি।
দলীয় সূত্রে জানা যায়, সবশেষ ২০১১ সালের ১৬ এপ্রিল তৎকালীন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সম্মেলন ছাড়াই আল রাজী জুয়েলকে সভাপতি ও মাশরাফি হিরোকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে সব মিলিয়ে কমিটির সদস্য দাঁড়ায় ১১১।
বিগত সময়ে সম্মেলন ছাড়া কমিটি করা হলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা। সুষ্ঠু পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতা নির্বাচন করা হবে।
সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে সম্মেলন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এদিকে, বিভিন্ন স্থানে সাঁটানো ব্যনারগুলো দেখে খুব সহজেই অনুমান করা যায়, জেলা ছাত্রলীগের সম্মেলনে পদপ্রত্যাশীরা কেউ জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের আশির্বাদপুষ্ট এবং কেউ জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের আশীর্বাদপুষ্ট।
অপরদিকে, কে কার লোক এটা বড় কথা নয়, আগামী দিনে বগুড়া জেলা ছাত্রলীগকে আরও সুশৃঙ্খল ও সু-সংগঠিত করতে হবে- এটাই সম্ভাবনাময় নতুন নেতৃত্বের অঙ্গীকার। সম্ভাব্য নেতারা বলেন, তারা জেলা ছাত্রলীগকে বাংলাদেশের একটি মডেল হিসেবে দাঁড় করাতে চায়।
বগুড়া জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মাশরাফি হিরো বাংলানিউজকে জানান, জেলা ছাত্রলীগের সম্মেলনে ২০টি ইউনিটের ৬০৬ জন কাউন্সিলরের তালিকা তৈরি করা হয়েছে। সম্মেলনে কাউন্সিলররা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সম্ভাব্য ১৯ প্রার্থী শেষ দিন ২৫ এপ্রিল পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন- বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামিম ফেরদৌস টুটুল, সাংগঠনিক সম্পাদক সনৎ কুমার সরকার, সদস্য আব্দুল্লঅহ আল আমিন পল্লব, নাইমুর রাজ্জাক তিতাস, প্রচার সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, সদস্য মীর ওসামা, দপ্তর সম্পাদক জিসান আহমেদ রনি, সদস্য জাকারিয়া খন্দকার, নুরুন্নবী সরকার, আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আমিন অর্ণব, আতাউর রহমান আতা, বেনজীর আহমেদ, আব্দুল হান্নান ও অসীম কুমার রায়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এএ