ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

দুই মামলায় শমসের মবিনের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, মে ৬, ২০১৫
দুই মামলায় শমসের মবিনের জামিন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী

ঢাকা: হাইকোর্ট থেকে দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

বুধবার বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বিএনপির এ নেতার জামিন মঞ্জুর করেন।



আদালতে জামিন আবেদনের পক্ষে ‍শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।

দুটি মামলার মধ্যে একটি চকবাজার থানায় গাড়ি ভাংচুর মামলা। অপরটি শাহবাগ থানায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজারে সংঘর্ষের মামলা।

চলতি বছরের ৯ জানুয়ারি শমসের মবিন চৌধুরীকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শাহবাগ থানার মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এমইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।