ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বাকৃবিতে ছাত্রলীগের মানববন্ধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, মে ৫, ২০১৫
বাকৃবিতে ছাত্রলীগের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।   
  
মঙ্গলবার (০৫ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।

  
 
মানববন্ধনে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বিজয় কুমার বর্মণ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  
  
মানববন্ধন চলাকালে সভাপতির বক্তব্য রাখেন সহ-সভাপতি বিজয় কুমার বর্মণ। তিনি বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের ঘটনার নিন্দা জানান। একই সঙ্গে তিনি ওই দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
 
এছাড়া, সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় বুয়েটের শিক্ষক জাহাঙ্গীর আলমের বিচার দাবি করেন তিনি।  
   
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫  
এমজেড  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।