ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

কক্সবাজার ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, মে ৫, ২০১৫
কক্সবাজার ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আটক ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে (২৬) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে শহরের তারাবনিয়াছড়া কবরস্থান রোড়ের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় তলার জেলা ছাত্রশিবিরের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।



আব্দুল আজিজ মহেশখালী উপজেলার হোয়ানকের নুর আহমদের ছেলে।

কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বাংলানিউজকে জানান, শহরে নাশকতা করার লক্ষ্যে জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আব্দুল আজিজকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ০৫, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।