ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

শাহবাগে শিবিরের ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, জানুয়ারি ১২, ২০১৫
শাহবাগে শিবিরের ঝটিকা মিছিল ছবি: প্রতীকী

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ সমর্থনে রাজধানীর শাহবাগে ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

সোমাবার (১২ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এ মিছিল করেন তারা।



শাহবাগের বারডেম হাসপাতালের পাশ থেকে মিছিলটি বের হয়। পরে কর্তব্যরত পুলিশ সেখানে পৌঁছলে জামায়াত শিবিরের নেতাকর্মীরা কেটে পড়েন।

শাহবাগ থানার উপ-পরির্দশক (এসঅই) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, ঝটিকা মিছিল বের করে তারা সেখানে গাড়ি ভাংচুরের চেষ্ট করে। এসময় পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা,  জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।