ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে শিবিরের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, জানুয়ারি ১২, ২০১৫
রাজধানীতে শিবিরের বিক্ষোভ মিছিল ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁও গোড়ানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিবির ঢাকা মহানগর পূর্ব শাখার নেতাকর্মীরা।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ দিকে তারা এ বিক্ষোভ মিছিল হয়।



ঢাকা মহানগর পূর্ব শাখার শিবিরের সাংগঠকি সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, খিলগাঁও থানা জামায়াতের আমির সগির বিন সাঈদ, প্রচার সম্পাদক আব্দুল কাদের, ছাত্রকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিবিরের নেতাকর্মীরা। ঘটানাস্থলে পুলিশ আসার আগেই তারা কেটে পড়েন।

বাংলাদেশ সময় : ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।