ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

পীরগঞ্জ থেকে নির্বাচন করতে আ’লীগের সদস্য হলেন জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, জানুয়ারি ১২, ২০১৫
পীরগঞ্জ থেকে নির্বাচন করতে আ’লীগের সদস্য হলেন জয় সজীব ওয়াজেদ জয় / ছবি: ফাইল ফটো

ঢাকা: রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেন সজীব ওয়াজেদ জয়। পীরগঞ্জ তার মা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন।

 

রোববার (১১ জানুয়ারি) পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে রংপুর জেলা কমিটি।

নতুন এ কমিটিতে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করা হয়েছে।

এছাড়াও মোতাহারুল হক বাবলুকে সভাপতি ও তাজিমুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে ২০০১ সালে সজীব ওয়াজেদ জয় রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য হন।

সদ্য অনুমোদন প্রাপ্ত কমিটির সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম জানান, পীরগঞ্জের মানুষ জয়কে নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চায়। সে কারণেই তাকে সদস্য করা হয়েছে।

তিনি আরও জানান, জয় পীরগঞ্জের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে তিনি পীরগঞ্জ আওয়ামী লীগের হালও ধরবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।