ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বিজয়োল্লাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, আগস্ট ৬, ২০২৪
বিএনপির নয়াপল্টন কার্যালয়ে বিজয়োল্লাস

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনা সরকারের পতন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে বিজয় উদযাপন করছেন দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিবসহ সিনিয়র নেতারা নয়াপল্টনে আসবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দুপুরে নয়াপল্টন অফিসের সামনের সড়কে নেতাকর্মীদের ভিড়ে রাস্তায় প্রায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।  

গত ১৮ জুলাই বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। ওইদিন দলটির কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। এরপর গতকাল সোমবার শেখ হাসিনা দেশ ত্যাগ করলে দলটির কয়েকজন নেতা গিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
টিএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।