ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর যেন কোনো হামলা না হয়: জামায়াত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, আগস্ট ৬, ২০২৪
ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর যেন কোনো হামলা না হয়: জামায়াত

ঢাকা: ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর যেন কোনো হামলা না হয়, দেশবাসীর এ আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। খুব স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তির ওপর হামলা করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসীকে এই ধরনের কোনো পরিস্থিতি কেউ যাতে তৈরি করতে না পারে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা করতে না পারে, সে উদ্দেশে পাহারাদারের ভূমিকা পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
টিএ/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।