ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

ঐতিহাসিক গণঅভ্যুত্থান সফল করায় ছাত্র-জনতাকে অভিনন্দন ড. কামালের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, আগস্ট ৫, ২০২৪
ঐতিহাসিক গণঅভ্যুত্থান সফল করায় ছাত্র-জনতাকে অভিনন্দন ড. কামালের

ঢাকা: বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক গণঅভ্যুত্থান সফল করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়েছেন।

একই সঙ্গে তিনি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচার করা  এবং অবিলম্বে দেশব্যাপী গণগ্রেপ্তারে আটকদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

সোমবার (০৫ আগস্ট) ড. কামাল হোসেনের বাসভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ অভিনন্দন জানান।

ড. কামাল হোসেন সেনাবাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতিতে অন্তবর্তীকালীন সরকার গঠনের যে প্রস্তাব করেছেন তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।  

সভায় উপস্থিত ছিলেন গণফোরামের  ভারপ্রাপ্ত সভাপতি এড. এস.এম. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য মোসতাক আহমেদ, এড. সুরাইয়া বেগম, সম্পাদক পরিষদের সদস্য রফিকুল ইসলাম পথিক, নাজমুল ইসলাম সাগর, শফিউর রহমান বাচ্চু, বকুল ইমাম ও মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগষ্ট ০৫, ২০২৪
এসএমএকে/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।