ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, সেপ্টেম্বর ২৪, ২০২৩
নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নিতে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে বিএনপি নেতাকর্মীরা।

রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

রোববার দুপুরের পর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে রঙিন ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করছেন।

এ সময় বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।