ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বাসাইলে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, নভেম্বর ২৮, ২০২২
বাসাইলে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 
নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলেন। পথে করাতিপাড়ায় পেছন থেকে এসআই পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।