ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

ভৈরবে জুতার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিসের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, নভেম্বর ২৭, ২০২২
ভৈরবে জুতার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা ফায়ার সার্ভিসের ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি জুতার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

রোববার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সামনে হাজী মার্কেটের তৃতীয় তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে। কিশোরগঞ্জ ভৈরব নদ ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার রেজুয়ান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রোববার (২৭ নভেম্বর) বিকেলে জুতার মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সেখানে জুতা ও প্লাস্টিকের দোকানসহ গুদাম রয়েছে। ধোঁয়ার পরিমাণ অনেক বেশি হওয়ায় পানি ছিটাতে বেগ পেতে হচ্ছে। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মী।

বাংলাদেশ সময় : ১৮৪৬ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।