ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, নভেম্বর ২৭, ২০২২
মাদারীপুরে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোয়াজ্জেম মাতুব্বর নামে (৫৫) এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলার মোস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোয়াজ্জেম সদর উপজেলার হাজরাপুরের চরপুটিয়া গ্রামের মেহের মাতুব্বরের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে জীবিকার তাগিতে ভ্যানগাড়ি নিয়ে বের হন মোয়াজ্জেম। মোস্তফাপুরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের ছোট সড়ক থেকে বড় সড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক মোয়াজ্জেম গুরুতর আহন হন। ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা মোয়াজ্জেমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন মোয়াজ্জেমের মৃত্যু হয় দুপুরে।  

মোস্তফাপুর হাইওয়ে পুলিশের টিএসআই মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং বাসটিকে জব্দ করি। তবে বাসের চালক আগেই পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।