ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, নভেম্বর ২৫, ২০২২
খাগড়াছড়িতে মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা 

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে এ সভা হয়।

 

ক্রেডিট ইউনিয়নের সভাপতি কংজাই মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দিন, জেলা সমবায় অফিসার আশীষ কুমার দাশ প্রমুখ।

২০১৪ সালে ১৪ জন সদস্য নিয়ে গঠিত ক্রেডিট ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা প্রায় হাজার এবং পুঁজি প্রায় ৫ কোটি টাকা।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।