ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

প্রিজনভ্যান থেকে পালানো রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, নভেম্বর ১৯, ২০২২
প্রিজনভ্যান থেকে পালানো রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার 

কক্সবাজার: আদালতে নেওয়ার সময় পুলিশের প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়া শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী মজিবুল আলম প্রকাশ মজিয়াকে (২৮) একটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে উখিয়ার রাজাপালংয়ের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শনিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মুজিবুর উখিয়া ২ ওয়েস্ট রোহিঙ্গা শিবিরের দীন মোহাম্মদের ছেলে।  

ওসি জানান, গত ১২ অক্টোবর থানা থেকে আদালতে নেওয়ার সময় রামু সেনানিবাস এলাকায় পৌঁছালে প্রিজনভ্যান থেকে পালিয়ে যায় মজিবর। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

মুজিবুরের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।