বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রফেসর এমিরেটস ড. এম শমশের আলী মারা গেছেন।
রোববার (৩ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রফেসর এমিরেটস ড. এম শমশের আলী স্যার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম জানিয়েছেন, রাত ২টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার জানাজা ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম জানিয়েছেন।
এমআইএইচ/আরআইএস