ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

বিশ্বনাথ পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৮, অক্টোবর ৩১, ২০২২
বিশ্বনাথ পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত

সিলেট: সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী বুধবার (২ নভেম্বর)। কিন্তু সে ভোট স্থগিত করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশনের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্বনাথ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা বরাবর এ স্থগিতাদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত করা হলো।

সিলেটের বিশ্বনাথ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে স্থগিতের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কী কারণে স্থগিত হলো, তা জানা নেই।
 
বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।