ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

থেতরাই আব্দুল জব্বার কলেজের নবীন বরণ-বিদায়ী সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, অক্টোবর ২৯, ২০২২
থেতরাই আব্দুল জব্বার কলেজের নবীন বরণ-বিদায়ী সংবর্ধনা

ঢাকা: কুড়িগ্রামে উলিপুর উপজেলার থেতরাই আব্দুল জব্বার কলেজে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।  

শনিবার (২৯ অক্টোবর) কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ছাত্র মো. আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আহসান হাবিব রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, থেতরাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল শেখ ও সাধারণ সম্পাদ আনিছুর রহমান, কলেজ পরিচালনা কমিটির আব্দুল হামিদ মাস্টার, মো. কামরুজ্জামান ও কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে শিক্ষা উপকরণ তুলে দেন উপস্থিত অতিথিরা। সর্বশেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।