ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে শোরুমে গাড়ির ধাক্কা, চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, আগস্ট ২০, ২০২৫
নিয়ন্ত্রণ হারিয়ে শোরুমে গাড়ির ধাক্কা, চালকের মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফাইল ফটো।

ঢাকা: রাজধানীর বাড্ডা প্রগতি সরণি এলাকায় কংক্রিট মিক্সার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি শোরুমের সঙ্গে ধাক্কা লেগে সাইদুর রহমান (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


 
বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে প্রগতি সরণি লিংক রোড সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের পাশে রাস্তায় কংক্রিট মিক্সার গাড়ির চালক সাইদুর রহমান ট্রাফিক জামের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের একটি শোরুমে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা সাইদুরকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপর গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানান চেষ্টা চলছে।

এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।