ঢাকা: রাজধানীর বাড্ডা প্রগতি সরণি এলাকায় কংক্রিট মিক্সার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি শোরুমের সঙ্গে ধাক্কা লেগে সাইদুর রহমান (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে প্রগতি সরণি লিংক রোড সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের পাশে রাস্তায় কংক্রিট মিক্সার গাড়ির চালক সাইদুর রহমান ট্রাফিক জামের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের একটি শোরুমে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা সাইদুরকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনার পরপর গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানান চেষ্টা চলছে।
এজেডএস/আরআইএস