ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটের জেলা প্রশাসককে ওএসডি করায় মিষ্টি বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৩, আগস্ট ১৯, ২০২৫
সিলেটের জেলা প্রশাসককে ওএসডি করায় মিষ্টি বিতরণ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওসএসডি করায় শহরে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় কালেক্টটরেট মসজিদের সামনে কয়েকজন যুবককে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

ফরহাদ, জাবেদ, তানভির জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সিলেটের ডিসিকে ওএসডি করা হয়েছে। এই জেলা প্রশাসক অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। কিন্ত সেটা হলো সব শেষ হওয়ার পর। তারপরও আমরা খুশি।

প্রসঙ্গত, সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওসএসডি করা হয়। তার স্থলাভিষিক্ত হচ্ছেন র‌্যাবের সাবেক ম্যাজিস্ট্রে সরওয়ার আলম।

এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।