ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

রাষ্ট্রপতির কাছে পাকিস্তানি হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, আগস্ট ১৯, ২০২৫
রাষ্ট্রপতির কাছে পাকিস্তানি হাইকমিশনারের পরিচয়পত্র পেশ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বাংলাদেশে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার মঙ্গলবার (১৯ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

ঢাকার পাকিস্তান হাইকমিশন জানায়, পরিচয়পত্র পেশকালে পাকিস্তানি হাইকমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পাকিস্তানের নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক আত্মীয়তার ওপর গভীরভাবে প্রোথিত।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও জোরদার করতে আগ্রহী।

হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রপতি তার কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশে হাইকমিশনারদের সফল মেয়াদের জন্যও শুভেচ্ছা জানান।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।