ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল শ্রীমঙ্গল

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, অক্টোবর ২৬, ২০২২
১৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল শ্রীমঙ্গল

মৌলভীবাজার: ১৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল চায়ের রাজধানী শ্রীমঙ্গল। এরপর শুধু শহরে বিদ্যুৎ দেওয়া হলেও শহরতলী বা গ্রাম এলাকায় বিদ্যুৎ ছিল না।

প্রাকৃতিক ঘূর্ণিঝড় সিত্রাং এর সময় অল্প ঝড় হাওয়ায় সোমবার (২৫ অক্টোবর) রাত ১২ টায় ৪৫ মিনিটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে টানা প্রায় ১৮ ঘণ্টা পর ২৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় শুধু শ্রীমঙ্গল পৌর শহরে বিদ্যুৎ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল না গ্রামীণফোনের নেটওয়ার্কও। এতে শ্রীমঙ্গল উপজেলাবাসী চরম দুর্ভোগের শিকার হন।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর শ্রীমঙ্গল ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের  সহকারী প্রকৌশলী ফয়সাল পারভেজ শিশির জানান, এটি পাওয়ার গ্রিডের কোন সমস্যা নয় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডারে সমস্যা হয়েছে।

এ ব্যাপারে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, গ্রিডের ভিতরে একটা ফেইজ আউট ছিল। এটা খোঁজে পেতে বিলম্ব হয়েছে।

তবে শ্রীমঙ্গলস্থ পাওয়ার গ্রিডের উপ-সহকারী প্রকৌশলী কল্যাণ কান্তি দে জানান, পাওয়ার গ্রিডের ভিতরে/সীমানায় অবস্থিত পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডারের কারেন্ট ট্রান্সফরমান (সিটি) পুড়ে যাওয়াতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটা গ্রিডের নিয়ন্ত্রণাধীন নয়।

গ্রামীণফোন কাস্টমার কেয়ারের কর্মকর্তা সিফাত আহমদ এ ব্যাপারে জানান, ঘূর্ণিঝড় ও বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল নেটওয়ার্কের সমস্যা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
বিবিবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।