ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, অক্টোবর ২৫, ২০২২
সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অরুণিমা সঙ্গীতালয়ের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।  

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা খ.ম আখতার হোসেন।

 

অরুণিমা সঙ্গীতালয়ের উপদেষ্টা নবী নেওয়াজ খান বিনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক কমিটির সদস্য আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সোহাইলা আফসানা ইকো ও আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সারাদেশে প্রথম স্থান অর্জন করা শিশু শিল্পী উষসী সূত্রধর মিথিলাকে সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে সকালে বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

অরণিমা সঙ্গীতালয়ের প্রধান পরিচালক সূর্য বারী জানান, ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে প্রতিদিনই থাকছে ভিন্নমাত্রার আয়োজন। একেক দিন একেক ধরনের সঙ্গীত পরিবেশন করবে শিল্পীরা। প্রথম দিনে থাকছে এন্ড্রু কিশোর, লতা মুঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়সহ প্রয়াত শিল্পীদের গাওয়া সঙ্গীত পরিবেশন করা হয়।  

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।