ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাকুন্দিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, অক্টোবর ২৫, ২০২২
পাকুন্দিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জিহাদ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার কুড়তলা গ্রামে এ ঘটনা ঘটে।

জিহাদ ওই গ্রামের খোকন মিয়ার ছেলে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয় জিহাদ। বেশ কিছুক্ষণ শিশুটিকে বাড়ি না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের পুকুরের পানিতে নিথরাবস্থায় ভাসমান জিহাদকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।