ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিত্রাংয়ে অসুস্থ ২০০ ভুবনচিল চিকিৎসা শেষে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, অক্টোবর ২৫, ২০২২
সিত্রাংয়ে অসুস্থ ২০০ ভুবনচিল চিকিৎসা শেষে অবমুক্ত

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে অসুস্থ ২০০ ভুবনচিলকে চিকিৎসাসেবা দিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে এসব চিল প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভুবনচিলগুলো উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. সানাউল্লাহ পাটওয়ারী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদ মিনার এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে প্রায় ২০০টি ভুবনচিলের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয় এবং চিলগুলো মুমূর্ষু অবস্থায় রাস্তায় পড়ে ছিল। বিভিন্ন স্থান থেকে চিলগুলোকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রায় ৯৮ শতাংশ চিল চিকিৎসা, খাবার ও স্যালাইন পেয়ে সুস্থ হয়ে ওঠে। এরপর সুস্থ্ চিলগু্গুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

এ কাজে বন বিভাগকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ জনগণ ও আইন প্রয়োগকারী সংস্থা সহযোগিতা করে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
আরকেআর/এসএ
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।