ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং: সূবর্ণচরে গাছের চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, অক্টোবর ২৫, ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং: সূবর্ণচরে গাছের চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় গাছের চাপায় স্নেহা (১) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় শিশুটির মা আমেনা বেগম (২৫) আহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্নেহা উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামের অ্যাডভোকেট আবদুল্লার মেয়ে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত শিশুর মা আমেনা বেগম আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, শিশু স্নেহা মায়ের সঙ্গে তাদের নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বাতাসে একটি গাছ উপড়ে এসে তাদের ঘরের ওপর পড়ে। এতে ঘরটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘরে থাকা স্নেহা ও তার মা চাপা পড়ে এবং ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফন করা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।