ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

২৪ ঘণ্টা পরে স্বাভাবিক হল মোংলা বন্দরের কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, অক্টোবর ২৫, ২০২২
২৪ ঘণ্টা পরে স্বাভাবিক হল মোংলা বন্দরের কার্যক্রম

বাগেরহাট: ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব কেটে যাওয়ায় ২৪ ঘণ্টা পর মোংলা বন্দরের পণ্য লোড-আনলোড ও পরিবহনের কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকায় বন্দর কর্তৃপক্ষের নির্দেশে দুপুর নাগাদ সব কাজ স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদপ্তর ৭ নম্বর বিপদ সংকেত জারি করলে বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।  

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন মোহাম্মদ শাহীন মজিদ বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে মোংলা বন্দরে প্রায় ২৪ ঘণ্টা পণ্য বোঝাই - খালাস বন্ধ ছিল। এখন সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সিত্রাং এর প্রভাবে বন্দরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  

মোংলা বন্দরে মঙ্গলবার সকাল পর্যন্ত ১১টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্য থেকে ৩টি জাহাজ পণ্য খালাস শেষে আজ বন্দর ত্যাগ করবে। পণ্য খালাসের জন্য আরও ২টি জাহাজ আজ বন্দরে আসবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।