ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, অক্টোবর ১৯, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার শাহবাজপুর ব্রিজের পাশ থেকে অজ্ঞাত (৩৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

কোনো একটি গাড়ির চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার পরনে নেভি ব্লু  ও লাল রংয়ের জার্সি ছিল। নিহতের পরিচয় জানতে পিবিআইয়ের একটি তদন্ত দল আঙ্গুলের ছাপসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। তদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।