ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীর খিলক্ষেতে মন্দির ও দুই মসজিদের জন্য জমি বরাদ্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, আগস্ট ২৭, ২০২৫
রাজধানীর খিলক্ষেতে মন্দির ও দুই মসজিদের জন্য জমি বরাদ্দ

রাজধানীর খিলক্ষেতে হিন্দু সম্প্রদায়ের জন্য স্থায়ী একটি মন্দির এবং মুসলিম সম্প্রদায়ের জন্য দুটি মসজিদের জমি বরাদ্দ দিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ জমি বরাদ্দ করা হয়।

বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জমি বরাদ্দের কাগজপত্র হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার দেশ সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “খিলক্ষেতে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের স্থায়ী মন্দিরের জন্য জমি দেওয়া হয়েছে। পাশাপাশি মুসলমানদের জন্য দুটি মসজিদের জমি বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এর আগে চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দিরের কমিটির সদস্যরা সরকারের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেই আলোচনায় তিন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং মন্দির কর্তৃপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে তীর্থস্থানটির সিঁড়ি সংস্কার ও উন্নয়ন কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যদি ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে বা উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ায়, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।  

সরকারি নির্দেশনায় চট্টগ্রামের মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা ঐতিহাসিক এ তীর্থস্থান ও ধর্মীয় সহাবস্থান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ